প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ২৩:১৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে নগদ তিন লাখ টাকা সহ একটি বাড়ি পুড়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে পুড়ে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের দুই ছেলে মাহাবুব ও বাবু থাকতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের ছেলে মাহাবুব ও বাবুর বাড়িতে আগুন লাগে। আগুনে নগদ তিন লাখ টাকা, সোনার গহনা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে ক্ষতিগ্রস্ত মাহাবুব জানান, বাড়িতে তিন লাখ টাকা ছিল। ওই টাকা সহ বাড়ির সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের সদস্য এছাহাক আলী আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।