প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০:৩৮
খুলনায় পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে এ ধর্মঘট চলাকালে ক্রিকেট খেলে সময় পাড় করছেন পরিবহন শ্রমিকরা।
শুক্রবার (২১ অক্টোবর) খুলনা নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল চত্বরে এই ধরনের চিত্র দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবহন শ্রমিকদের অনেকেই সেখানে ক্রিকেট খেলছেন। সকাল থেকেই নগরীর বাস স্ট্যান্ডে কোনো গাড়ি আসেনি এবং দেশের অন্য কোনো সড়কে গাড়ি ছেড়েও যায়নি। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ব্যাটারি কিংবা পায়ে চালিত রিকশা, ইজিবাইক, ভ্যানে করে গন্তব্যস্থলে যাচ্ছেন যাত্রীরা। পরিবহন না পেয়ে অনেকেই আবার পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন।
পরিবহন শ্রমিকরা জানান, সকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো কাজ নেই, এজন্য ক্রিকেট খেলে সময় পার করছেন তারা। তবে অবসর পেলে মাঝে মধ্যেই এভাবে ক্রিকেট খেলেন তারা।
এ বিষয়ে একটি পরিবহনের সেলস এক্সিকিউটিভ জানান, কর্মব্যস্ততায় খেলাধুলার সময় খুব কমই পাওয়া যায়। যখন পরিবহন বন্ধ থাকে, শুধু তখন খেলতে পারেন পরিবহন শ্রমিকরা।
এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে খুলনায় দু’দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আগামী রোববার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে জানিয়েছে পরিবহন শ্রমিকরা।