https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু; বাড়িতে শোকের মাতম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ২৩:২৩

শেয়ার করুনঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু; বাড়িতে শোকের মাতম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিহত মাদ্রাসাছাত্র তাহসিন এর বাড়িতে শোকের মাতম। শনিবার সকালে তার প্রথম জানাযা কুমিল্লার লাকসাম সড়কের জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসা মাঠে সম্পন্ন করে তার মরদেহ নিজ এলাকায় আনা হলে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত তাহসিন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা গোলাম হোসেনের একমাত্র পুত্র। সে কুমিল্লার লাকসাম সড়কের জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র ছিল। শনিবার বাদ জোহর দ্বিতীয় জানাজা নিজ বাড়িতে সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুমিল্লার লাকসাম সড়কের জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসার কিতাব বিভাগের ৪ বন্ধু তাহসিন, নোমান, রিদাত, সাইদুল্লাহ গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ৪ বন্ধুর মধ্যে ৩ বন্ধু এক সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের ‘সুগন্ধ্যা পয়েন্টে’ গোসল করতে নামলে ঢেউয়ের টানে ৩জনই ভেসে যায়। সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা দুই বন্ধুকে উদ্ধার করলেও তাহসিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওইদিন বিকেল সাড়ে ৩টায় উদ্ধার কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। 

নিহত তাহসীনের বড় বোন কুমিল্লা লাঙ্গল কোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌসী জানান, সমুদ্র সৈকতে নিহত তাহসীন তাদের একমাত্র ছোট ভাই। ভাইয়ের অকাল মৃত্যুতে তার পুরো পরিবার বাকরুদ্ধ ও নির্বাক হয়ে পড়েছেন। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা গোলাম হোসেন।

 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তাহসীনের মা তাহমিনা আক্তার মিনা মাঝে মাঝে অস্পষ্ট কণ্ঠে শুধু বলছেন, তোমরা আমার তাহসীনকে আইনা দাও, এইভাবে সে চইলা যাইতে পারে না। সন্তানের মৃত্যুর পর থেকে কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার ছোটবোন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী তানভীরুন্নেসা হাসনা সহ পরিবারের সদস্যরা। অকালে তাহসীনকে হারানোর শোক যেন কোনোভাবেই সইতে পারছে না তারা। পরিবার ও প্রতিবেশীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপি কার্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, উত্তেজনা তুঙ্গে

বিএনপি কার্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, উত্তেজনা তুঙ্গে

জামালপুর জেলা বিএনপির কার্যালয় দখল নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল হক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে এবং বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জামালপুর পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে সিরাজুল

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অস্ত্রব্যবসায়ীর স্বীকারোক্তি

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, অস্ত্রব্যবসায়ীর স্বীকারোক্তি

খুলনায় পুলিশের লুট হওয়া শটগান ও ৭ রাউন্ড গুলিসহ দুই জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত এবং আজ বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর হরিণটানা থানার বাঙ্গালবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের সবুর সরদারের ছেলে খাইরুল সরদার এবং নগরীর বাঙ্গালবাড়ি সড়কের প্রয়াত আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেন। আজ (বৃহস্পতিবার) বিকেলে

আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার

আশাশুনির প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাশে অবস্থিত ভেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হওয়া এলাকা ও পানিবন্দি মানুষদের দেখতে ও ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সফর করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় তিনি পানিবন্দি জনগণের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে আশাশুনি উপজেলার ১১টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪ হাজার ৫০০ বিঘা

পরকীয়া জেরে চাটখিলে যুবকের আত্মহত্যা

পরকীয়া জেরে চাটখিলে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।   বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে তার নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।   নিহত লোকমান হোসেন (৩২) উপজেলার একই গ্রামের কাসেম আলী চৌকিদার

সাজেক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ

সাজেক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাঙ্গামাটির সাজেকের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে উক্ত প্রতিনিধি দল রাঙ্গামাটির বাঘাইহাট এলাকা পরিদর্শন করেন। সেখানে ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ানের কার্যক্রম এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অবস্থা পর্যালোচনা করা হয়। দুপুর