প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১:৩৩
কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে ছেলের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন কলেজ ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া পাওয়া গেছে ।
আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শিকারমঙ্গল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুনছের বেপারীর ছেলে সাউথ আফ্রিকা প্রবাসী রেজাউল বেপারী(৩০)এর সাথে ১৪ বছর যাবত পূর্বে েেএনায়েত নগর৷ মহরদ্দিচর এলাকার গফুর হাওলাদারের মেয়ে সূর্য আক্তার রেখা(২৮) এর সাথে প্রেমের সম্পর্ক চলছে।দুদিন আগে সাউথ আফিকা থেকে রেজাউল বেপারী দেশে আসেন।এ খবর শুনে প্রেমিকা রেখা খানম ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে অনশন করেন।
মেয়েকে বাড়ি থেকে বের করতে ছেলের চাচা, মা এবং ফুপু৷ শতাধিক জনসম্মুখে মারধর করে রক্তাক্ত করেন।
প্রেমিকা রেখা খানম বলেন, আমার সাথে রেজাউলের ১৪ বছর যাবত প্রেমের সম্পর্ক।সে প্রবাসে যাওয়ার আগে আমাদের সাথে একাধিকবার শারীরিক মেলামেশা হয়।প্রেমের দুই বছরের পর রেজাউল প্রবাসে চলে যায়।কিন্তু আমাদের সম্পর্ক থেমে থাকে নাই।রেজাউল প্রবাসে থাকা কালীন আমাকে ফোনে বলে আমার বাবা-মা আমাদের সম্পর্ক মেনে নিবে না।আমি দেশে আসলে তুমি বাড়িতে চলে আসবা।তার কথামত আমি তাদের বাড়ি আসলে তার বাবা-মা আমাকে মেনে নিতে নারাজ।
তিনি আরো বলেন, রেজাউল ও তার পরিবার এখন এ সম্পর্ক মেনে না নিলে, আমার আতœহত্যা ছাড়া কোনো উপায় নাই।