প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০:৪২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলাম মন্ডলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্মরণ সভা আয়োজক কমিটির আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠান উপলক্ষে ১২শ দুস্থ ও অসহায় নারী ও পুরুষদের মাঝে শাড়ী কাপড় ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।
স্মরণ সভা আয়োজক কমিটির আহবায়ক শেখ তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে ও উপজেলা আ. লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।