প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৭
রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ব্যাক্তিগত তহবিল থেকে ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাট সংলগ্ন (নর্থ চ্যানেল) নবুগ্রাম ইমাম বাড়ির উন্নয়ন কাজে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোস্তফা মুন্সী ইমাম বাড়ির কমিটির হাতে উন্নয়ন কাজে ব্যবহারের জন্য নগদ অর্থ ৫০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, উপ-দপ্তর সম্পাদক মো. সুলতান মাহমুদ প্রমুখ।