প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ২২:৩
কুয়াকাটায় ডাকাতি করতে এসে স্থানীয়দের ধাওয়া খেয়ে সটকে পড়ে ডাকাতদল। এসময় ডাকাতের ছোড়া (রাবার বুলেট) গুলিতে পুলিশের দুই পুলিশসহ ০৪ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এঘটনায়এখনও মামলা হয়নি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা অবসর প্রাপ্ত হাইস্কুল শিক্ষক আব্দুল আজিজ হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষনিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ করে ছড়ড়া গুলি ছোড়ে।
এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হন। পরে স্থানীয়দের ধাওয়ায় ডাকাতদল সটকে পরে। তবে, ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের সহযোগিতা পেলে ডাকাতদের পাঁকড়াও করা যেত। এমনকি পুলিশের ওই ২ সদস্যের পুলিশিং কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এসময় তারা আরও বলেন, স্থানীয়দের সজাগ করতে ডাকচিৎকার না করতে বারণ করেন এমন অভিযোগ তাদের।
ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত মহিপুর থানার এএসআই তারেক এ বিষয়ে কোন প্রকার মন্তব্য না করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে কথা বলতে বলেন।অবসর প্রাপ্ত হাইস্কুল শিক্ষক আব্দুল আজিজ হাওলাদার বলেন, প্রতিবেশী যুবক ইব্রাহীম তাদের ঘরের জানালার গ্রিল কাটতে দেখে স্থানীয়দের ও টহল পুলিশকে অবহিত করেন।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দিতে রাজি হয়নি।