প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ২:৪৮
শুরু হবে তারুণ্যের হাত ধরে, তৈরি হবে দেশ, নতুন ভাবে গড়ে উঠবে পরিচ্ছন্ন বাংলাদেশ।
এ স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় " বিডি ক্লিন " এর তরুণ সদস্যরা চেষ্টা করছেন হিজলাকে পরিচ্ছন্ন রাখতে। সেই ধারাবাহিকতায় শনিবার ২৭ আগস্ট সকাল এগারোটায় উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদী, মাঠ সহ আশপাশের ছড়িয়ে ছিটিয়ে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছে।
দেখভালের অভাবে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে গরু,ছাগল চড়ানোর কারণে মলমূত্রে অপরিচ্ছন্ন হয়ে থাকে যা দৃষ্টিকটু লাগে। বিডি ক্লিনের সদস্যরা আবর্জনা পরিষ্কার করে জায়গাটি পরিচ্ছন্ন রাখার চেস্টা করছে। তাদের উদ্দেশ্য তাদের দেখে অন্যরাও তাদের নিজেদের স্থানটুকু পরিচ্ছন্ন রাখবে।
কথা হয় বিডি ক্লিনের ( হিজলা-মুলাদী) সমন্বয়ক সালাউদ্দিন রমিজের সাথে। তিনি জানান, এ সমাজের মধ্যে সবাই যদি সচেতনতা মেনে নিজ স্থানটুকু পরিষ্কার রাখেন তবেই সেটা হবে পরিচ্ছন্ন স্থান, পরিচ্ছন্ন জায়গা, পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন এলাকা।
আজকে কার্যক্রমে তাদের টিমে চব্বিশ জন সদস্য কাজ করছেন। এভাবে যে যার স্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছড়িয়ে দিন পরিচ্ছন্নতার বার্তা।