প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০:২৮
দিনাজপুরের খানসামা উপজেলায় উত্ত্যক্ত করায় শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। বর্তমানে ওই ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২১ আগস্ট) দিনগত রাতে উপজেলার ৩ নম্বর আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী ছুরত আলী পাড়ায় এ ঘটনা ঘটে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ বছর আগে ছুরত আলী পাড়ার মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর মতিন তার পুত্রবধূকে যৌন হয়রানি করে আসছিলেন। পুত্রবধূ পরিবারের লোকজনকে বিষয়টি একাধিকবার জানালেও কোনো সুরাহা হয়নি। রোববার দিনগত রাতে বাড়ি ফাঁকা পেয়ে তাকে ধর্ষণচেষ্টা করেন মতিন।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূ তার শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেন। মতিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।