প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০:২৮
ভয়াল ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে মেহেরপুরের বামন্দী শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছ।
আজ (২১শে আগস্ট) রোববার বিকেলে বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃশহিদুল ইসলাম বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।
এসময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহিদুজ্জামান শিপু,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,এমপি পত্নী লাইলা আরজুমান বানু,উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শাহানা ইসলাম শান্তনা, শ্রমীকলীগ নেতা হাবিবুর রহমান হবি, বামন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।