প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ২২:২৭
মধ্য রাত, সিঁড়িতে এক টুকরো কাপড়ে মোড়ানো একটু নবজাতক শিশু। পাশে নেই কোন আপনজন। অবুঝ নবজাতক শিশু কাঁন্না করছিল। ছিলনা মা-বাবা কিম্বা পরিবারের কোন সদস্য। ঠিক এমনই ঘটনা ঘটেছে নওগাঁ সদর হাসপাতালে। হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে জীবিত এক নবজাতককে (কন্যা) উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রবিবার দিবাগত মধ্যে রাতে এ ঘটনা ঘটে। নবজাতকটিকে উদ্ধারের পর ওই হাসপাতালের শিশু ওযার্ডে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের নতুন ভবনের ৩তলার সিঁড়িতে মানুষের চিল্লা-পাল্লা শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত বয় রাজু হোসেন নামের হাসপতালের এক ওয়ার্ড বয়। এর পর সেখানে দেখতে পান সিঁড়িতে শুয়ে এক নবজাতক কাঁন্না করছে। লোকজন তাঁকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে অজ্ঞাত শিশু হওয়ায় ওয়ার্ড বয়ের নামে ভর্তি করানো হয়।
শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মুনিরা জান্নাত বলেন, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে ভর্তি করান। শিশুটির অক্সিজেন স্বল্পতায় ছিল। আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধ পত্র লিখে দিয়ে যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক (মেডিকেল অফিসার) ডা. ফজলুর হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে। আমাদের ধারনা শিশুটি ৪ থেকে ৫দিন বয়সী হবে। শিশুটির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
তবে হাসপাতালের শিশু বা অন্য কোন ওয়ার্ডে ভর্তি হওয়া ছিল কিনা শিশুটি তা এখনও জানা যায়নি। হাসপাতালে ভর্তি ছিল নাকি বাহিরে থেকে আসা, সেটা তদন্তের পরই জানা যাবে। হাসপাতাল কৃর্তপক্ষও বিষয়গুলো তদন্ত করবে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নওগাঁ হাসপাতালে এক অজ্ঞাত নবজাতকের উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানার পর রাতেই পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় কাউকে এখনো শনাক্ত করা যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। শিশুটির পরিচয় জানতে ঘটনাটি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।