প্রকাশ: ৯ আগস্ট ২০২২, ০:৩৬
পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শোক র্যালী (তাজিয়া মিছিল) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৯টা ১১মিনিটে দৌলতদিয়া ইমাম বাড়া শরীফের সভাপতি মাহজুদ চৌধুরী (নাসিম) এর নেতৃত্বে একটি শোক র্যালী (তাজিয়া মিছিল) বের হয়ে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিন করে পুনরায় ইমাম বাড়া শরীফ প্রঙ্গন গিয়ে শেষ হয় এবং ১০ টা ১১ মিনিটে দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মো. মোক্তার হোসেন ব্যাপারীর নেতৃত্বে একটি শোক র্যালী (তাজিয়া মিছিল) বের হয়ে মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্রদক্ষিন করে পুনরায় দৌলতদিয়া খানকা শরীফ প্রঙ্গন গিয়ে শেষ হয়।
শোক র্যালীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ হোসাইন অনুসারী মানুষ অংশ নেয়। এ সময় মানুষের চাপে মহাসড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে যায়। এছাড়া র্যালী চলাকালীন সময়ে বিভিন্নস্থানে হোসাইন অনুসারীরা তৃষ্ণার্তদের পানি খাওয়ানোসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করছে।
পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখাগেছে। কারবালার শোকাবহ এ দিনটিকে মুসলিম বিশ্ব ত্যাগ ও শোকের প্রতীক এবং বিশেষ পবিত্র দিন হিসেবে পালন করে আসছে।এদিকে গোয়ালন্দের ন্যায় রাজবাড়ীতেও হাজার হাজার মানুষের অংশগ্রহনের অনুষ্ঠিত হয়েছে শোক র্যালী।