প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০:১৯
সাভারের আশুলিয়ায় রিপন হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
শুক্রবার (২৯ জুলাই) রাতে আশুলিয়ার মাদারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার রিপন হোসেন (২৮) আশুলিয়ার চোয়ারীপাড়া এলাকার তাঁরা মিয়ার ছেলে। সে আশুলিয়া এলাকায় চালের ব্যবসা করেন বলে জানান।
হামলার শিকার রিপন বলেন, গতকাল রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে আশুলিয়ার মাদারটেক এলাকায় পৌঁছালে বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, মুনসুর ও অজ্ঞাত ৫/৭ জন দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে আমার উপরে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ধামরাই হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও বলেন, তারা আমার উপর হামলার পরে আমার বাড়িতে গিয়ে ভাংচুর চালায় এবং আমাকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে আশুলিয়া থানার (এসআই) জিএম আসলামুজ্জামান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।