প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ২৩:৪৩
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পাউবো’র বেড়ী বাঁধের দুরাবস্থার অবসান হতে চাইছে না। ফলে এলাকাবাসী প্রতি গণেগণে বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার শঙ্কায় দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে।
ইউনিয়নে ৩টি পয়েন্টে বাঁধের ভয়াবহতা দূর করতে কাজ করা হয়েছে। কিন্তু ঠিকাদারের গাফিলতি বা অনিয়ম দুর্নীতি ও পাউবো কর্তৃপক্ষের অবহেলা, সংশ্লিষ্টতা ও সদিচ্ছার অভাবে কাজ যথাযথ ভাবে সম্পন্ন হচ্ছেনা।
তাছাড়া প্রয়োজনীয় সহযোগিতার অভাবও পরিলক্ষিত হচ্ছে। কপোতাক্ষ এন্টারপ্রাইজ বাঁধের কাজ করেছিল। কিন্তু যথাযথ ভাবে কাজ না করায় বর্তমানে সেখানে পুনরায় চরম হুমকির সৃষ্টি হচ্ছে। ইতিপূর্বে এসব অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় ও সোস্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
গত দু’দিন ইউনিয়নের অন্যতম ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ স্থান কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ পাশে পাউবো’র বাঁধের উপর দিয়ে ফুল জোয়ারের সময় নদীর পানি ওভারফ্লো হয়ে লোকালয়ে প্রবেশ করে। স্থানীয় ভাবে রক্ষার চেষ্টা করা হলেও কার্যকর হচ্ছেনা।
বিষয়টি স্থানীয়রা এসও আলমগীর হোসেনকে অবহিত করলে তিনি ঘটনাস্থানে যাবেন বলেও যাননি। সেখানে জিও কম্বল দিয়ে কাজ করার অনুরোধ জানানো হলেও তিনি আমলে নেননি। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাৎক্ষণিক ভাবে দু’টি জিও কম্বলের রোল সরবরাহ করার অনুরোধ জানান কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ রক্ষায় মাটি ফেলানো হলেও নদীর পনির ঢেউয়ে তা পুনরায় নদীতে চলে যাচ্ছে।
এব্যাপারে পাউবো’র এসও আলমগীর হোসনের মোবাইলে (নং০১৭১০....১২) বারবার রিং করা হলেও রিসিভ করা হয়নি।