https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কোরবানি না দিলেও বাড়ি পৌঁছে যাচ্ছে মাংস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ২:০

শেয়ার করুনঃ
কোরবানি না দিলেও বাড়ি পৌঁছে যাচ্ছে মাংস

কোরবানির পশুর গোশত ধনী গরীব ছোট বড় স্থায়ী আস্থায়ী এলাকার ভাড়াটিয়া সহ নিম্ন আয়ের সকল মানুষের হাতে পৌঁছে দিতে অন্যরকম এক ব্যবস্থা চলে আসছে টাঙ্গাইল সদরের ধুলেরচড় মার্দাসা পাড়ায়। এই এলাকায় সমাজ হীতৈষী পরিষদের উদ্যোগে কোরবানির পশুর মাংস এক জায়গায় জড়ো করে, এলাকার যারা কোরবানি দেয়নি তাদের সকলের মাঝে পৌঁছে দেওয়া হয়। এই এলাকার সকলে এক জায়গায় মিলে কোরবানি দেয় তারপর তারা মাংসের তিনভাগের একভাগ এখানে দিয়ে যান। যারা কোরবানি বাড়িতে দিয়ে থাকেন তারাও মাংসের তিনভাগের একভাগ এখানে দিয়ে যান।  

ঈদের দিন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিষদের সদস্যদের ব্যবস্থাপনায় মাংস সংগ্রহ কড়া হচ্ছে তাদের নির্দিষ্ট জায়গায়। এলাকার ভাড়াটিয়া সহ সকলের নামের তালিকা করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

একই এলাকার বাসিন্দা রতন বলেন, আমরা পাচঁজনে ভাগে কোরবানি দিয়েছি মাংস তিন ভাগ করে এক ভাগ প্রায় ৩৭ কেজি মাংস দিয়েছি সমাজ পরিষদে। তিনি বলেন, ১৫ বছর ধরে এখানে মাংস দিই। যারা কোরবানি দিতে পারে না কিংবা কারও কাছে যেতে পারে না, এখান থেকে তাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া হয়। ঈদের আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এই প্রক্রিয়া চলে আসছে বলে জানান তিনি। এখানে মাংস দিলে সবাই পায়। আমিও আবার একভাগ পাব। 

এলাকার ভারাটিয়া বাজারের সবজি দোকানি হারিছ ইসলাম বলেন, আমি প্রায় তিন বছর যাবত এই এলাকায় ভাড়া থাকি, বাড়িতে যাওয়া হয়না বর্তমানে দোকানদারি করে কোনও রকমে চলছি। তখন থেকেই প্রতি কোরবানির ঈদে ক্লাবের কমিটির লোকজন আমাকে মাংস দিয়ে আসছে। এতে অন্যদের সঙ্গে আমরাও ঈদ আনন্দে শামিল হতে পারি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল সিদ্দিকি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে এলাকার মানুষদের তালিকা তৈরি করা হয়। ক্লাবের সদস্য ও সমাজের মুরুব্বিরা এসে সেই মাংস যারা উপস্থিত থাকে তালিকা অনুযায়ী তাদের হাতে দিয়ে দেন। যারা অনুপস্থিত থাকেন তাদের বাড়িতে স্বেচ্ছাসেবকরা মাংস পৌঁছে দেন। 

তিনি আরও জানান, এই বছর এখানে প্রায় ২৫ জন কোরবানি দিয়েছেন। তাদের পাঠানো মাংসের পরিমাণ প্রায় ১৪০০ কেজি। এবার ২৩০ পরিবারের মাঝে মাংস বিতরন করা হয়েছে ছয় কেজি করে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সমাজ হিতৈষী পরিষদের ব্যবস্থাপনায় থাকা পিনু বলেন, এই এলাকার পরিষদের সদস্য ছাড়াও আশেপাশের এলাকার গরিব দুস্থ অসহায় ৮০ পরিবারের মাঝে দের কেজি করে মাংস বিতরন করা হয়েছে।

এই এলাকার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল খান বলেন, এই এলাকার আরও কয়েকটি স্থানে এভাবে কোরবানির মাংস বণ্টন হয়ে আসছে। বেশ ক’বছর ধরে চলে আসছে এই রিতী। এটি একটি ভালো উদ্যোগ। এতে ধনী-গরিব সবাই ঈদ আনন্দ ভাগ করে নিতে পারছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক