প্রকাশ: ২৭ জুন ২০২২, ৩:০
"বনায়ন" বেসরকারি পর্যায়ে বাংলাদেশের বৃহৎ বৃক্ষ রোপণ আন্দোলনের নাম। ২০২২ সালে বনায়ন কতৃক মেহেরপুর জেলা ব্যাপী বনজ, ফলজ এবং ঔষধী প্রায় ২৫ প্রজাতির ৩১৫০০০ চারা বিনামূল্যে বিতরনের পরিকল্পনা রয়েছে।
বনায়নের এই বৃহৎ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে মেহেরপুর জেলায় সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে প্রায় ৭৮ হাজার চারা বিতরণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৮ টি প্রাথমিক বিদ্যালয় এবং ৬ টি মাদ্রাসা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পরিবেশ রক্ষা করতে বৃক্ষ রোপন কর্মসূচির এই অভিযানে বনায়ন সংগঠনের আহ্বানে জেলার রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষর্থীসহ বিভিন্ন মহলের মানুষ অংশগ্রহণ করেছে।
বিএটিবি'র এরিয়া লিফ ম্যানেজার এএসএম কামালের সভাপতিত্বে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারমেন এমএ খালেক।