
ইমামের বক্তব্যে বাধা, গণপিটুনি পুলিশ কর্মকর্তাকে

প্রকাশ: ১০ জুন ২০২২, ২:১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মসজিদে ইমামের বক্তব্য চলাকালে ভারতের ঘটনা নিয়ে বিশৃঙ্খলা করতে নিষেধ করায় এক পুলিশ কর্মকর্তাকে জুতা নিক্ষেপসহ গণপিটুনি দিয়েছেন মুসল্লিরা। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১০ জন) দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জুমার নামাজের পর মসজিদের মুসল্লিরা সেখানে মহানবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়ে ইমাম বক্তব্য দিচ্ছিলেন।
এক পর্যায়ে ভারতের বিষয়ে কথা বললে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ভারতের বিষয় ভারতে থাকুক, এ নিয়ে বিশৃঙ্খলা আমরা না করি। তার এ কথায় মুসল্লিরা ক্ষুব্ধ হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে জুতা নিক্ষেপসহ গণপিটুনি দেন মুসল্লিরা।

এ সময় তাকে উদ্ধার করে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের বাড়িতে আশ্রয় দিলে সেখানেও উত্তেজিত জনতা হামলা করে। এতে আহত হন মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে আহত এস আই আজিজুল হককে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ
