প্রকাশ: ২৬ মে ২০২২, ১:২০
ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নে একটি গ্রামে গাছে উঠে আম পারতে গিয়ে রোহান (১২) নামের ৪র্থ শ্রেনীর এক ছাত্র বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে বাউখন্ড গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রোহান ধামরাই উপজেলার বাউখন্ড গ্রামের বাদশা মিয়া ছেলে৷ সে তার নিজ বাড়িতে থেকে বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানায়, দুপুরে রোহানসহ তার বয়সী কয়েকজন বন্ধুর সাথে পাশের একটি বাড়ির আম গাছে ওঠে আম পারছিলো। এসময় গাছের ভেতর দিয়ে আরেক বাড়িতে যাওয়া বিদ্যুৎ সংযোগ এর সাথে সংস্পর্শে এসে মাটিতে পড়ে যায় রোহান। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। এ বিষয়ে নিহত পরিবার ও স্থানীয়দের সাথে কথা চলছে। পরিবারের কোন অভিযোগ থাকলে বা দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।