প্রকাশ: ২৬ মে ২০২২, ২৩:৭
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও দেশব্যাপী ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে আজ (২৬মে) বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ।
গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় এবং কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন রেজার সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, গাংনী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন, বর্তমান কমিটির সহ-সভাপতি হিরোক খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহান তানজিল, সাহারবাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক তুহিন রেজা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
গাংনী সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের নেতারা। এসময় গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় সারাদেশে ছাত্রদল নৈরাজ্য ও বিবাদ সৃষ্টির চেষ্টা করছে। যা প্রতিহত করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত রয়েছে।'