প্রকাশ: ১২ মে ২০২২, ২:৫২
চট্টগ্রামের বায়েজিদ শান্তিনগর আবাসিক এলাকায় বসতঘরে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে…
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছালে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট বুধবার রাত ৮টায় পুনরায় খোলা হয়েছে। প্রতি গেট ছয় ইঞ্চি করে উঁচু করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল, এবং রাত ৮টায় পানি ১০৮.৩৫ এমএসএল পৌঁছেছে। টানা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বিপদসীমায় পৌঁছায়। জল নিষ্কাশনের জন্য গেট খোলার
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ধামইরহাট উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ঘোষিত কমিটিতে মো. জাহিদ হাসান হৃদয়কে সভাপতি, মেহেদী হাসানকে সম্পাদক ও নুরনবিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। ২৭ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক সোহেল রানা আবির। নব-নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে আতাউল্লাহ হামিদী
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদী মোহনায় অবস্থিত খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর
কুমিল্লার দেবীদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের এই দিনটি উপলক্ষে বুধবার দুপুরে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি। দেবীদ্বার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয় একটি প্রাণবন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল বৃক্ষরোপণ, হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান এবং জনসাধারণের সুবিধার্থে ডাস্টবিন স্থাপনের মতো
রাজবাড়ী সদর হাসপাতালে টানা পাঁচ ঘন্টার তৃতীয় দুদক অভিযানে রোগীদের খাদ্য তালিকায় ধারাবাহিক অনিয়ম, চিকিৎসকদের অনুপস্থিতি, ওষুধের ঘাটতি এবং পরিবেশগত অস্বাস্থ্যকরতার মতো গুরুতর ত্রুটিগুলো আবারও প্রকাশ পেয়েছে। ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বুধবার সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। দুদক সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রাথমিকভাবে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে ব্যাপক অনিয়মের সত্যতা মেলে।