প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০:২৫
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় কেসি পাইলট স্কুল এন্ড কলেজের পার্শে খাস জমিতে আশ্রায়ন প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। আর আশ্রায়ন প্রকল্পের কাজ বন্ধের দাবীতে দিনাজপুর টু ঢাকা মহাসড়ক অবরোধ করছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রবিবার(১০ এপ্রিল) দুপুরে পৌর শহরের চারমাথা বাসষ্টান্ডে ঢাকা টু দিনাজপুর মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা।
মহাসড়ক অবরোধে অংশ গ্রহণকারী ছাত্র ও ছাত্রীরা বলেন, কেসি পাইলট স্কুল এন্ড কলেজের পার্শ্বে বসতি তৈরী করলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে সরকারি আশ্রায়ন প্রকল্পের কাজ বন্ধের দাবিতে আজকের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির ঘটনা স্হলে উপস্থিত হয়ে, শিক্ষার্থীদের কাজ বন্ধের আস্বাস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয় এবং পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইউনুছ আলী বলেন, প্রতিষ্টানের পার্শ্বে বসতি তৈরি করা হলে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশংকা করছি। সেই সাথে প্রকল্পের কাজ বন্ধের জোড় দাবি জানাচ্ছি।
এব্যাপারে মুঠো ফোনে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম জানান, পৌর শহরে ৭৫-শতাংশ খাস জমিতে প্রধানমন্ত্রির স্বপ্নের আশ্রয়ন প্রকল্পের আওতায় সেখানে ৪০টি বসতি বাড়ী-ঘর নির্মাণ করার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সেখানে কিছু কুচক্রি লোকজনের অসৎ পরামর্শ্বে আশ্রয়ন প্রকল্পর কাজ বন্ধে শিক্ষার্থীদের দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে।