প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ২৩:২
কিশোরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া সদ্যোজাত মেয়েশিশুটিকে পরম মমতায় কোলে তুলে নিলেন করিমগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তার স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে করিমগঞ্জ থানা পুলিশ।
এর আগে বুধবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের মালিবাড়ি এলাকায় রাস্তার পাশে ভুট্টাক্ষেত থেকে কান্নার শব্দ শুনতে পান কয়েকজন পথচারী। শিশুটিকে উদ্ধার করে রাখা হয় ওই এলাকার এক নারীর কাছে। পরে পুলিশ উদ্ধার করে শিশুটিকে। শিশুটিকে পরম মমতায় পরিচর্যা করছেন করিমগঞ্জ থানার পরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন জানান, শিশুটি পুরোপুরি সুস্থ রয়েছে। শিশুটিকে আদালতের অনুমতি নিয়ে দত্তক দেওয়া হবে।
এর আগে গত বছরের ২৪ অক্টোবর করিমগঞ্জের নিয়ামতপুরে কুড়িয়ে পাওয়া একটি ছেলেশিশু দত্তক নেন পরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী লাইজু আক্তার।