প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫২
কুমিল্লার দেবীদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন ও কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে দেবীদ্বার নিউমার্কেটস্থ ‘আহসান মঞ্জিল’র নিচতলায় অনুষ্ঠানের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ওই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকারের তত্বাবধানে আয়োজিত উক্ত কার্যালয় উদ্বোধন এবং ওই কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট নিজামুল হক।
অনুষ্ঠানের উদ্বোধনী সভায় দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং শেখ রাসেল ফাউন্ডেশন’র সংগঠক কাউছার হায়দার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আইনজিবী ও রাজনীতিক কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট নিজামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলী ইমাম, আমেরিকা প্রবাসী এনায়েত করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মাহমুদা আক্তার, হুরবানু বাশার পলি, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আশরাফুল করিম, স্বেচ্ছাসেবক লীগ মুরাদনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক আতিকুর রহমান কাজল প্রমূখ।
আলোচকরা শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারকে অভিনন্দন জানিয়েছেন এবং সুদূর আমেরিকায় অবস্থান করেও তিনি দেশপ্রেম ও নাড়ীর টানে তার নিজ এলাকা দেবীদ্বারসহ সারাদেশে কোভিড-১৯’র চিকিৎসাসেবা ও মানবতার কল্যাণে যেভাবে কাজ করে গেছেন সে জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে এভাবেই থাকবেন এই প্রত্যাশা রাখেন।
‘শেখ রাসেল ফাউন্ডেশন’ দেবীদ্বার উপজেলা শাখার ঘোষিত নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক রাশেদা আক্তার, যুগ্ম-আহবায়ক- শাহিনুর আক্তার লিপি, কাউছার হায়দার, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোঃ ইউনুস শান্ত, সদস্য সচিব- মোঃ আব্দুর রহমান, সদস্য- মোঃ নজরুল ইসলাম, একে শিপ্লু খান, সমির কুন্ড, মোঃ কবির হোসেন, মোঃ আবুল হোসেন, মোসাঃ সারমিন আক্তার, মোসাঃ আয়শা আলী মুক্তা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ বাশার আহমেদ , মোঃ সাইফুল ইসলাম, মোসাঃ শামিমা আক্তার লিমা, মোসাঃ পারভীন আক্তার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসিম সরকার ও মোঃ নয়ন হাছান।
এ ছাড়াও উক্ত সংগঠনের দিক নির্দেশনা ও পরিকল্পনায় ১০ সদস্যের একটি উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়েছে।