প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১:৪
সাতক্ষীরা শ্যামনগরে ট্রাক-নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তরিকুল ইসলাম (৩২) নামের ১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি)আনুমানিক দুপুর দেড়টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুর শেখপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় রাজু শেখ জানায়, শ্যামনগরের দিক থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে চালিত একটি ট্রাক ও নওয়াবেকীর উদ্দেশ্যে মৌতলা বাজার থেকে মুদি মাল নিয়ে ছেড়ে আসা একটি নসিমন কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুর শেখপাড়া মোড় নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সাতক্ষীরা থেকে শ্যামনগরগামী একটি মোটরসাইকেলও ট্রাকের সঙ্গে এসে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক অফসোনিন ফার্মাসিটির (আই ভিশন) এর প্রতিনিধি তরিকুল ইসলাম (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত তরিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন এঘটনায় ট্রাকের হেলপার শ্যামনগরের দাতিনাখালির জহুরুল ইসলাম কে আটক করা হয়েছে।