প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ২৩:৪৫
কৈখালী বর্ডার এলাকা হতে বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধ সহ ০২ জন চোরাকারবারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি আনুমানিক ৪.১৬ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত জয়খালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯৫৯ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষধ সহ ০২ জন চোরাকারবারীকে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন- শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের নূর মোহাম্মদ গাজীর পুত্র আজমির হোসেন(২৮) ও একই উপজেলার পরানপুর গ্রামের দাউদ শেখ এর ছেলে সাকিব (১৪)।
জব্দকৃত অবৈধ ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত ঔষধ ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।