প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ৪:১৬
মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনী পরবর্তী সহিংসতা থামছেই না। এবার পরাজিত চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ জানুয়ারি) রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন সাবেক ও পরাজিত চেয়ারম্যান। তবে, অভিযোগ অস্বীকার করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক ও পরাজিত চেয়ারম্যান মিলন সরদারের অনিমা কনস্ট্রাকশন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহীদ পারভেজের সমর্থকরা। পরে সেখানে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকাসহ মূল্যবান জিনিস লুটপাট করার অভিযোগ ওঠে। এ সময় প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন পরাজিত চেয়ারম্যান।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘর থেকে বের হতে পারছি না। যে কোনো সময় আমার ওপর হামলা চালিয়ে আমাকে হত্যা করতে পারে। থানার ওসিকে বার বার জানালেও সে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এ ঘটনার বিচার চাই। পাশাপাশি নিরাপত্তাও চাই।
তবে, অভিযোগ অস্বীকার করে ইউনিয়নের শান্তির লক্ষ্যে কাজ করার কথা জানান নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হবার পর পরই আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন মিলন সরদার। এগুলোর কোনোটারই ভিত্তি নাই। শনিবার রাতের ঘটনা পারিবারিক বিষয়। জমিজমা নিয়ে সমস্যার কারণেই এ হামলা। আমি বলেছি বিষয়টি মীমাংসা করে দেব। এটাকে রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে। আমি একটি স্বচ্ছ আলীনগর ইউনিয়ন গড়তে চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ গিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের আগে ২৮ অক্টোবর রাতে স্বতন্ত্র প্রার্থীর মিলনের বাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে নবনির্বাচিত চেয়ারম্যান শাহীদ পারভেজের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পরে এ ঘটনায় আদালতে একটি মামলাও হয়।