প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ০:৫৮
কুমিল্লার দেবীদ্বারে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ত্যাগী ও জনপ্রীয় প্রার্থীকে নৌকা না দিয়ে, বিগত উপজেলা নির্বাচনে ধানের শীষের সমর্থককে নৌকা মার্কা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ'র সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয় ইউনিয়নের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ৬নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন মুন্সী, সিনিয়র সদস্য মোঃ আবুল হোসেন ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবদুল গাফফার, মহিলা বিষকয় সম্পাদক নুরজাহান বিবি, মহিলা আওয়ামীলীগ নেত্রী ছয়ফুলন্নেছা, মহিউদ্দিন ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে মূল দলের সদস্য নয় এবং দল বিরোধী কর্মকান্ডের সাথে জরিত ছিলো এমন প্রার্থীকে নৌকা প্রতিক দিয়ে দলকে বিতর্কিত করা হয়েছে। ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ যোগ্য, ত্যাগী ও তৃণমূলের ভোটে বিজয়ী প্রার্থী। তাকে নৌকা প্রতিক দিয়ে দলের ত্যাগীদের মূল্যায়ন করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, যারা দলের জন্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দল তাদের মূল্যায়ন না করে গত উপজেলা পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধীতা করে ধানের শীষের পক্ষে কাজ করেছে তাদের নৌকা প্রতীক দেয়া হয়েছে। আমরা দলের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।