প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ২২:৫৬
জয়পুরহাটের পাঁচবিবিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় পাঁচবিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর উদ্যোগে পাঁচ মাথা ব্যাংক চত্বরে প্রায় ২০০ জন অসহায় দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহিপুর হাজী মহসীন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান দেওয়ান, জেলা আওয়ামীলীগ সদস্য একেএম মাহবুবুর রহমান টুকু,জয়পুরহাট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর শাখার ম্যানেজার মোঃ শরিফুল রহমান,পাঁচবিবি উপ-শাখার ইনচার্জ মোঃ বেলাল হোসেন,অফিসার মোঃ জামাল হোসেন,উপজেলা এনজিও সমন্বয় কমিটির সেক্রেটারি শফিকুল আলম চৌধুরী,
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল রহমান রাজু, জয়পুরহাট শাখার অপারেশন ম্যানেজার মোঃ মাহমুদুল আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রাফিউল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন,অনুষ্ঠানটি পরিচালনা করেন বিরামপুর আউটলেট এর ইনচার্জ ফিরোজ হোসেন ফাইন।