প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১:৩১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা হতে মিরাজ হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার দিনগত রাত সারে ১১ টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা হতে ফলের গাড়িতে চাঁদাবাজির এক মামলার সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়ার আবুল মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান,গত ১৫ ডিসেম্বর রাত দেড়টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটে আটকে থাকা বেনাপোল হতে ঢাকাগামী একটি ফলবাহী ট্রাকের চালকের কাছে সংঘবদ্ধ একদল যুবক ফেরির টিকিট কেটে দেয়ার জন্য সারে ৪ হাজার টাকা দাবি করে। টিকিটের প্রকৃত মূল্য ১ হাজার ৪৬০ টাকা।
বাড়তি টাকা দিতে অস্বীকার কারায় তারা চালককে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় ওই রাতেই ভিকটিম চালক বাদী হয়ে লিটন শেখ (৩৯),সাগর মোল্লা (৩৫),আয়নাল (৩০),রাজীব (২৫)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়।রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, দৌলতদিয়া ঘাটকে দালালমুক্ত করতে পুলিশ কঠোর অবস্হানে রয়েছে।