প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ২৩:৫০
মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ও খেলাঘর আসরের উদ্যোগে স্বাধীনতা কমপ্লেক্সে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কবি ও গবেষক অধ্যাপক শংকর দাশ, বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল, অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, কবি, ছড়াকার, গীতিকার উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল আজিজ ও নূরুল আমিন নান্নু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হোসনে আরা বেবী।
বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, কৃষক লীগের সভাপতি হযরত আলী, একাব্বর আলী চকদার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, নাট্যাভিনেতা আব্দুল করিম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্পাদক হাছান সরোয়ার লাভলু, খন্দকার শাহাব উদ্দিন।