প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ২৩:১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি এম রাশেদুল হক রায়হান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, উচ্চস্বরে মাইক ও সাউন্ড সিষ্টেম না বাজানো, দৌলতদিয়া ট্রাক টার্মিনালে ট্রাক প্রবেশ করা, টার্মিলনালে অবৈধভাবে দোকান স্থাপন, ঘাটকে যানজট মুক্ত করণ, ছিনতাই, মাদকমুক্ত, ট্রাক বুকিং কাউন্টারে অতিরিক্ত টাকা নেয়া, ঘাটে যানজট তৈরি হলে মহাসড়ক থেকে গোয়ালন্দ বাজার দিয়ে ট্রাক প্রবেশ করা, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।
সভায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল বলেন, বিজয়ের মাসে দৌলতদিয়া ইউনিয়ন কে মাদকমুক্ত ঘোষণা করতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি এছাড়াও দৌলতদিয়া ঘাটে যানজট মুক্ত, চোরাচালান সহ মাদকের ঘাঁটি নির্মূল করতে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খাঁন বলেন, যেহেতু ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। সেই বিষয়টি মাথায় রেখে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্ট বিভাগগুলোসহ উপজেলাবাসীকে সতর্ক থাকতে হবে। কারো সম্পর্কে নাশকতার বিষয়ে কোন সন্দেহ হলে সাথে সাথে বিষয়টি উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট থানা, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিদের জানানোর জন্য অনুরোধ করা হলো। যাতে এর বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যায়।
তিনি বলেন, "আমি বিশ্বাস করি উপজেলাবাসী যদি মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহসহ এমন বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তথ্য প্রদান করে ও তাদের সাথে একত্রিত হয়ে কাজ করে উপজেলা থেকে অনেক কিছু নির্মূল ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সে জন্য তিনি সকলকে আরো বেশী সচেতন হওয়ার আহ্বান জানান।