প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ৪:৪৫
মেহেরপুর জেলার মুজিবনগর ও গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে আজ অনুষ্ঠিত হলো ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। যার মধ্যে ৭টি ইউনিয়নে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থীদের। নির্বাচনের মাঠে ভোটারদের সরব উপস্থিতির মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ভোটগ্রহণ। তবে, কয়েকটি ভোট কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের অপচেষ্টা ও বাকযুদ্ধ সংঘটিত হয়। বাকযুদ্ধের ফলে নির্বাচনী পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাকা গুলি করে পুলিশ।
ভোমরদাহ নির্বাচন কেন্দ্রে ভোটগ্রহণের সময় স্কুল পড়ুয়া ৩ জন জাল ভোটার ধরা পড়ে প্রশাসনের হাতে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার, মৌসুমি খানম তাদের অর্থদন্ডে দন্ডিত করেন। এছাড়াও গাংনীর বামন্দী ইউনিয়নে নৌকার সমর্থকদের বিরুদ্ধে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ পাওয়া যায়। মটমুড়া ইউনিয়নের সিন্দুরকেটায় দেশীয়-অস্ত্র সহ দেখা যায় আওয়ামীলীগ সমর্থকদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। মহাজনপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আমাম হোসেন বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নান্নুকে পরাজিত করে, বাগোয়ান ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আয়ুব হোসেন বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী কুতুব উদ্দিনকে পরাজিত করে, মোনাখালি ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল গাইনকে পরাজিত করে, দারিয়াপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী রবিউল বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোস্তকিমকে পরাজিত করে।
গাংনী উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে। বামন্দী ও সাহারবাটি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে ওবায়দুর রহমান কমল ও মশিউর রহমান বিজয়ী হয়েছেন। এবং মটমুড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবুল হাশেমকে পরাজিত করে, কাথুলী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রানা বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী গোলজার হোসেন কে পরাজিত করে, তেঁতুলবাড়িয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস (পচু) বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মামুনকে পরাজিত করে।
নির্বাচন পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক ড.মনসুর আলম খান বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা হলেও প্রশাসন স্বতঃস্ফূর্ত ভাবে সবকিছু স্বাভাবিক নিয়ন্ত্রণে রেখেছিলো। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। আমরা পূর্বে কথা দিয়েছিলাম তা রক্ষা করতে পেরেছি।