প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০:১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোংলা উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কার্যালয়ের সহ-দপ্তর সম্পাদক নাজমূল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আঃ কাদের ভুইয়া জুয়েলের পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগীয় টিমের নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
মোংলা উপজেলায় মোঃ পলাশ শেখ আহ্বায়ক, মোঃ জুয়েল রানা"কে সদস্য সচীব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।
মোংলা পৌর শাখায় মোঃ শাহাজালাল সাব্বির আহ্বায়ক,নুরউদ্দিন টুুটুল"কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।