প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ১৬:৩৫
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে নির্বাচনী প্রচারনার সময় সহিংসতার ঘটনায় সহোদর দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় বর্তমান মেম্বার আজমাইন হোসেন টুটুল এবং মেম্বার পদপ্রার্থী ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- লক্ষীনারায়নপুর ধলাগ্রামের সুলতান মন্ডলের ছেলে জাহারুল ইসলাম (৫৫) ও তার ভাই সাহাদুল ইসলাম (৫০)।কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, আজ সকালে গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় তার কর্মী ও চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ.খালেক বলেন, টুটুল এবং আতিয়ার দু'জন আওয়ামী লীগ সমর্থক। গাংনীর নির্বাচনী পরিস্থিতি শান্ত ছিলো কিন্তু আজকের ঘটনা পরিস্থিতি উত্তাল করেছে। নির্বাচনী মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সার্বিক নজরদারি ও সহিংসতার ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’সহদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।