প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ৫:৫৩
সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলের এক আরোহী নিহতের খবর পাওয়া গেছে। সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৩১) এর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শাহপুর গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় গাজী পাম্প ও মোটরসের মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন। শহরেই বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ সুত্রে জানা, নিহত রবিউল বিজয়নগর থেকে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। হাইওয়ে থানার সামনে সিলেটগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম এ প্রতিনিধিকে জানান, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি তবে মামলা প্রক্রিয়াধীন।