প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ২০:১২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লী হতে ঋতু বেগম (৩০) নামের এক যৌনকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে যৌনপল্লীর সুজন খন্দকারের বাড়িতে বসবাস করত।শনিবার (৯অক্টোবর) সকালে যৌনপল্লীর বাড়ীওয়ালা সুজন খন্দকারের বাড়ী থেকে লাশটিকে উদ্ধার করা হয়। নিহত ঋতু বেগম যৌনপল্লীর বাড়ীওয়ালা সুজন খন্দকারের কতিথ স্ত্রী। তার বাড়ি গাজিপুর জেলার শ্রীপুর উপজেলায়।
পল্লীর একাধিক সূত্র জানায়, রাত ২ টা পর্যন্ত রিতু তার বাড়ির দুই ভাড়াটিয়ার সাথে একসঙ্গে বসে মাথায় তেল নেয়। এর মধ্যে সুজন খন্দকার দুইবার ওই বাড়িতে আসা-যাওয়া করে।রাত ৩ টার দিকে রিতু এক খদ্দেরকে নিয়ে ঘরে প্রবেশ করে। এরপর হতে আর কিছু জানা যায় নি।সকালে তার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ এ ঘটনায় রিতুর কথিত স্বামী সুজন খন্দকার এবং তার দুই ভাড়াটিয়া যৌনকর্মীকে পল্লীর একটি অফিসে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ ঘটনাস্হল ঘেরাও করে রেখেছে। পিবিআই ও সিআইডির পৃথক দুটি দল ঘটনাস্হলে পৌছে তাদের কাজ শুরু করেছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, হত্যাকান্ডের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পিবিআই ও সিআইডির আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্তের পর আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো। সেই সাথে ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
3 Attachments