প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ২২:১৯
জাতীয় জন্মও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ সবার জন্য প্রয়োজন, জন্ম মৃত্যুর পরপরই নিবন্ধন" শ্লোগান নিয়ে বুধবার(৬অক্টোবর) সকাল ১১টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলে'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,
সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো, সুমন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ফাতেমা আক্তার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান, পানিশ্বর ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. শরাফত আলী, সরাইল সদর ইউপি সচিব মোহাম্মদ মাহবুবুল ইসলাম ঠাকুর, চুন্টা ইউপি সচিব মো. সালাহ উদ্দিন প্রমুখ।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আরিফুল হক মৃদুল সভাপতির বক্তব্যে তিনি বলেন,শিশু জন্মের ৪৫ দিনের মধ্য নিবন্ধন হলে সরকারি বিভিন্ন পরিকল্পনা গ্রহনে সহায়ক হয় এবং শিশুরা সরকারি বিভিন্ন কর্মসূচীর সুবিধা পায়। দেশের ভোটার হতে তাদের কোন সমস্যা হয় না বা রাস্ট্রের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ন। তাই জন্ম ও মৃত্যুর দ্রুত নিবন্ধনের উপর গুরুত্বারোপ করা হয় সভায়।