প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ২৩:৫৯
আসন্ন ১১ অক্টোবর দূর্গা পূজা উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় আলোচনা সভা করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে থানা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব।
এতে বক্তব্য রাখেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ওসি তদন্ত তৌফিক আজম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরন দত্ত, সম্পাদক রবীন্দ্রনাথ দাস, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ দত্ত প্রমূখ।