প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ২৩:৪১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রুহুল আমিন নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার আটক রুহুল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
জানাগেছে, সোমবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ এর নিকট ভারতীয় ভূখণ্ড থেকে খুলনা জেলার কয়রা উপজেলার তেতুলতলা চর গ্রামের ইসমাইল হোসেন সরদারের ছেলে রুহুল আমিনকে (২৮) আটক করে বিএসএফ। সোমবার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ রুহুল আমিনকে বিজিবির নিকট হস্তান্তর করে। বিজিবি মঙ্গলবার রুহুল আমিনের নামে অবৈধ অনুপ্রবেশের মামলা দাযের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, বিএসএফ ভারতীয় ভূখণ্ড থেকে রুহুল আমিনকে আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। বিজিবির পক্ষ থেকে মামলা হওয়ায় রুহুল আমিনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।