প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ২১:১
দৈনিক কালেরকন্ঠ’র মাদারীপুর প্রতিনিধি আয়েশা দিদ্দিকা আকাশীকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেয়। তাদের সাথে ব্যানার-ফ্যাস্টুন হাতে যোগ দেয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। মানববন্ধনে বক্তারা দ্রুত আয়েশা দিদ্দিকা আকাশীকে মাদারীপুর প্রতিনিধির পদে বহাল রাখার দাবি জানান। তা না হলে কলম বিরতিসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সুবল বিশ^াস (জনকন্ঠ), সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির (বাসস), জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ (যুগান্তর), দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ), মৈত্রী মিডিয়ার সেন্টারের সাধারণ সম্পদক এসএম আরাফাত হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও কর্মীরা।
গত ২৬ সেপ্টেম্বর কোন ধরনের নোটিশ ছাড়া প্রতিষ্ঠান থেকে মাদারীপুর প্রতিনিধি আয়েশা দিদ্দিকা আকাশীসহ ১৮জন জেলা প্রতিনিধিকে অব্যাহতি দেয় দৈনিক কালেরকন্ঠ। প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসনের বিভাগীয় প্রধান আনিসুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে সেখানে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানের স্বার্থে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।