প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দূর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ, মহা সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা মূলক কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ। "মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র" এ স্লোগানের আলোকে আহলাদী পুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১২ টায় গোয়ালন্দ মোড়ে আহলাদীপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চত্বরে আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন মো. হামিদুল ইসলাম, (বিপিএম,পিপিএম) বার পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, মোস্তফা মেটাল ইন্ডাঃ এর পরিচালক মো. সেলিম মুন্সী, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু, শহিদওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শাহিন খাঁন সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজবাড়ীতে বিভিন্ন মহাসড়কে মাদক-চোরাচালান, সড়ক দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই রোধসহ শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। এসময় বক্তারা আরো বলেন, মহাসড়কে থ্রী হুইলার চলাচলের ব্যপারে যেন কোন নিষেধাক্কা না থাকে সে ব্যপারে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
কমিউনিটি ও বিট পুলিশ কিভাবে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহোযোগিতা করবে। কিভাবে সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে কমিউনিটি ও বিট পুলিশ অগ্রণী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোকপাত করেন।অনুষ্ঠানে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা থেকে আগত থ্রী হুইলার চালক, ও হেলপারসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনা করেন সার্জেন্ট জয়ন্ত সরকার।