প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৪:৪২
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে প্রাইভেটকারের চাপায় নাজমা বেগম ( ৫০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার (২৯সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ম্যাক্স ইন্ড্রাষ্টিজের সমানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা মানিকগঞ্জ পৌরসভার গিলন্ড এলাকার মৃত সাইদুর রহমানের স্ত্রী। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে পরিচ্ছন্ন-কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে কাজ শেষ করে পায়ে হেটে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন নাজমা ও নার্গিস বেগম। মানিকগঞ্জগামী একটি প্রাইভেট কার পিছন থেকে তাদের চাপা দিলে ঘটনা স্থলেই নাজমা বেগম নিহত হন এবং নার্গিস বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় নার্গিস বেগমকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেট কারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।ধারনা করা হচ্ছে প্রাইভেটকার চালকের বেখালীর কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে।