প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নাদিরা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় রিপন শেখের স্ত্রী।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানাযায়, মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় নাদিরার বাড়িতে অভিযান চালায়। এসময় ঘরের চৌকির নিচে প্লাষ্টিক টুলের পায়ার ভিতর থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় গোয়ালন্দ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।