প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯
রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা ছাত্রলীগের নির্দেশে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলদ, বনজ গাছ রোপণ করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহাম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলেজ ছাত্রলীগের সভাপতি মো বাবু মন্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের অন্যন্যা নেতৃবৃন্দ।