প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৯
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় বার্ষিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা খাঁন। বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সরাইল থানা পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত- উদ- দৌলা খাঁন।সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় তিনি সরাইল থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো পরিদর্শন করেন। থানার রক্ষিত পরিদর্শন রেজিস্টারে তারা মন্তব্য করেন।পরিদর্শন কাজে সহযোগিতা করেন সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন।
এর আগে জেলা প্রশাসক সরাইল থানায় পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান,সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো, আরিফুল হক মৃদুল, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারহানা নাসরিন,সরাইল-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এসপি মো.আনিছুর রহমান, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, জেলা প্রশাসকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো, আসলাম হোসেনের নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে সশস্ত্র সালাম প্রদান করেন। এ সময় তিনি সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসলাম হোসেন এর সাথে মতবিনিময় করেন।