প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে মানিকগঞ্জ জেলার জেলে গোবিন্দ হালদারের জালে ৩৭কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়ালন্দের পদ্মা নদীর চর করর্নেশোনা এলাকা থেকে বিশাল এই মাছটি ধরা পড়ে।
মাছটি বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মৎস্য আড়তে সকাল ৮ টার দিকে বিক্রির জন্য আনলে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৬নং ফেরিঘাটের স্থানীয় চাঁদনী এন্ড আরিফা মৎস্য ব্যবসায়ীর মালিক মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।
জেলে গোবিন্দ হালদার বলেন, প্রতিদিনের মতো গতরাতেও পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। মধ্যরাতে জালটি টেনে তুলতেই দেখি বিশাল একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।পড়ে সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনলে চান্দু মোল্লা ১ হাজার ৩০০ শত টাকা কেজি দরে মাছটি কিন নেন। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমার ভালো লাগছে। আমার সংসার টা এখন ভালো চলবে।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বাগাইড় মাছটি জেলে গোবিন্দ হালদার সকালে দুলাল মৎস্য আড়তে বিক্রয়ের উদ্দেশ্যে আনলে আমি সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করি। পদ্মার এমন বড় মাছের চাহিদা অনেক। আমি ১ হাজার ৩০০ টাকায় কিনেছে, ইচ্ছা আছে ১০০ টাকা প্রতি কেজিতে লাভ রেখে বিক্রি করে দিবো। তাই মাছটি বিক্রির জন্য দেশের বড় বড় ব্যবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।