প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬
এলিট ফোর্স র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনির কালাইরচর এলাকা থেকে ৪৯৫ পিচ ইয়াবাসহ মোঃ শাকিল বেপারী(১৯)নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন। গতকাল খাসেরহাট এলাকার দিলিপ দে এর চায়ের দোকানের পাশ থেকে আটক করেন।এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম উদ্ধার করা হয়।
পরে কালকিনি থানায় আসামী শাকিলকে হস্তান্তর করে র্যাব। পুলিশ ও মামলা সুত্রে জানা যায় যে, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাঁসেরহাট এলাকার মধ্যচর গ্রামের মোঃ মহিউদ্দিন বেপারীর ছেলে মোঃ শাকিল বেপারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাছাড়াও আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং-০১ তাং-০১/৮/২০২০ ইং ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন,১৯০৮ এর ৩/৪ ধারা এর চার্জশীট ভূক্ত পলাতক আসামী।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করে মাদারীপুর কোর্টে প্রেরন করা হয়েছে।র্যাব মাদারীপুর -৮ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম, কোম্পানী অধিনায়ক, সিপিসি -৩, মাদারীপুর বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, তার বিরুদ্ধে কালকিনি থানায় মামলা রয়েছে এবং সেই মামলায় পলাতক আসামী। তার কাছে ইয়াবা পাওয়ায় মাদক আইনে মামলা দায়ের করে মাদারীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।