প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১:১৫
মোটরসাইকেল চাঁপায় মাদারীপুরের কালকিনিতে মোঃ ওমর ফারুক (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কানুরগাও গ্রামের জাকির তালুকদারের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খাসেরহাট শেখ লুৎফর রহমান সেতুর ঢালে এ ঘটনা ঘটে। এদিকে নিহতের ঘটনায় মোটরসাইকেল চালক ইরান বেপারীকে আটক ও ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেছে খাসেরহাট ফাঁরি পুলিশ।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, নিহত ওই শিশু তার পরিবারের সঙ্গে ঐতিহ্যবাহী শেখ লুৎফর রহমান সেতু দেখার জন্য আসেন। এসময় কালকিনি উপজেলার সিডিখান গ্রামের নেওয়াজ আলী বেপারীর ছেলে ইরান বেপারী(১৮) মোটরসাইকেল দিয়ে নিহত শিশুকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেল চালক ইরানকে আটক ও ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেন।
এ ব্যাপারে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সৈয়দ এমদাত হোসেন বলেন, মোটরসাইকেল চাঁপায় শিশু ওমর ফারুক নিহতের ঘটনায় চালক ইরানকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় দেয়া হয়েছে।