https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

শেয়ার করুনঃ
সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায়  বিদ্যুতের ভিলকিবাজি ও সরাইলে বিদ্যূত সর্বরাহ বন্ধ থাকায়  সরাইল উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন ও ক্ষোভ ঝাড়লেন বক্তারা। সরাইল  উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. আরিফুল হক মৃদুলে'র সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর।

সভায় বক্তারা বলেন,উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিক ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।অতীতের  যেকোনো সময়ের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান প্রকৌশলী যোগদান করার পর। এ দিকে বিদ্যুৎ নেই গরমের মানুষের ভোগান্তি হচ্ছে। প্রকৌশলীর সরকারি নাম্বারে  ফোন দিলে ফোনে পাওয়া যায় না।বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সদোত্তর না পাওয়ায় গ্রাহকরা দিশেহারা হয়ে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনতা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে দৌড়ঝাপ শুরু করেন।গ্রাহকদের এমন অভি যোগের পরিপ্রেক্ষিতে দ্রুত বিদ্যুৎ  সমাধান করতে আইন শৃঙ্খলা সভার রেজুলেশনের মাধ্যমে জোর দাবি করেন বক্তারা। পাশাপাশি বর্তমান নির্বাহী প্রকৌশলী অপসারণ করার  প্রস্তাবও দেয়া হয়। সভার সভাপতি নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী  সাথে আলোচনা করে সমস্যাটি দূর করবেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসময় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির বক্তব্যের সময় সভায় হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত সকলকে  শান্ত করেন আইন-শৃংখলার সভার সভাপতি ইউএনও মো. আরিফুল হক মৃদুল। এছাড়া সরাইলে আসন্ন দুর্গা পুজা উপলক্ষে বিদ্যুতের সর্বরাহ চালু  রাখতে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি সভায় আহবান জানানো হয়।উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারহানা নাসরিন আইনশৃঙ্খলা সভায় সবার সাথে পরিচয় হয়ে তিনি তার বক্তব্য বলেন, আমি আপনাদের উপজেলার সহকারী  কমিশনার( ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি।আপনাদের সকলের সঙ্গে আমার  পরিচয় হয়নি আজ পরিচয় হয়েছে অনেক, ভালো লাগলো। 

আপনাদের  সহযোগিতা এবং দোয়া কামনা করি। আরো বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,এ ছাড়াও সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,সরাইল উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগের উপ- সহকারী প্রকৌশলী মো. সুমন হোসেন,

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সাংবাদিক মো. আইয়ুব খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,উপজেলা এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী মো.মাসুদ মজুমদার, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে এলাকায় মাদক, চুরি, ডাকাতির জুয়া, বন্ধের কথা তুলে ধরেন। সাংবাদিকরা সম্প্রতি লাশ উদ্ধার ও যানযট ও যান চলাচলে বিভিন্ন সমস্যা ও দুর্ঘটনার কথা তুলে ধরেন। এ সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান।সরাইল থানা ওসি মো. আসলাম হোসেন  উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে মর্মে তাদের বক্তব্যে বলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক