প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১:৯
পটুয়াখালীর কলাপাড়ায় সুমন খান (২৮) নামে এক যুবকের মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ী উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। সে ওই গ্রামের মো.মজিদ খানের ছেলে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন নেশাগ্রস্থ যুবক। দীর্ঘদিন ধরে সে বাড়ীতে আসবাবপত্র ভাংচুর সহ পরিবারের লোকজনকে মারধর করতো। ঘটনার দিন সকাল সাড়ে ৬ টার দিকে প্রতিবেশী এক দোকানের সামনে উপুর হওয়া অবস্থায় দেখে তার চাচা লতিফ খান সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুন্নাহার মিলি জানান, সুমনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তার মুখমন্ডলে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। সুমনের পিতা মো.মজিদ খান জানান, সুমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ছিল। প্রায়ই সে বাসায় আসবাবপত্র ভাংচুর করতো, এমনকি পরিবারের লোকজনদের মারধর করতো।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, সুমনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়না তদন্তের রির্পোটের পর আসল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।